কোনোরকম কেমিক্যাল ছাড়াই বাড়িতেই তৈরী করুন হোলির রঙ!

সামনেই আসছে রঙের উৎসব। এবার বাড়িতে বসেই খুব সহজে তৈরী করুন আপনার পছন্দ মতো হোলির রঙ।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: আর হাতে গোনা কয়েকদিন। তারপরই রঙের উৎসবে মেতে উঠবে গোটা দেশ। কিন্তু অনেকসময় বাজার থেকে কেনা রঙ ত্বকের ক্ষতি করে। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন দোল খেলার রঙ। publive-image

এই রঙ বানাতে শুধু দুটো উপকরণ লাগবে। কর্ণফ্লাওয়ার বা অ্যারারুট এবং আপনার পছন্দ মতো রঙের ফুল।

YHT56

প্রথমেই ফুলগুলোকে কুচি কুচি করে জলে সেদ্ধ করে নিন। এরপর ছেঁকে নিয়ে ফুলের রঙ মিশ্রিত জলটা একটি বাটিতে রাখুন।

তারপর ওই জলের বাটিতেই কর্ণফ্লাওয়ার বা অ্যারারুট মেশান। লক্ষ্য রাখবেন যাতে মিশ্রণটি বেশি ঘন না হয়ে যায়। ভালো রঙ তৈরীর জন্য মাঝারি ঘনত্বের একটি মিশ্রণ প্রস্তুত করতে হবে। এবার একটি থালায় মিশ্রণটিকে ঢেলে রোদে শুকিয়ে নিতে হবে।
রোদে শুকিয়ে নেবার পরে মিশ্রণটি কঠিনে পরিণত হবে। এবার চামচের সাহায্যে খুঁচিয়ে তুলে নিলেই প্রস্তুত একেবারে প্রাকৃতিক রঙ।