'ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা', এবার ঘরের লক্ষ্মী

ঘরের লক্ষ্মীর জন্য মায়ের কাছে বিশেষ প্রার্থনা। 

author-image
Aniket
New Update
dg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রহর গুনছেন বাঙালিরা, মার যে গোছগাছ চলছে। মা আসছেন খুব শীঘ্রই। মা একদিকে যেমন শক্তির রূপ, অন্যদিকে তিনিই আবার লক্ষ্মীর রূপ। যার আগমনে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তেমনই আমাদের ঘরকে প্রকৃত অর্থে ঘর বানিয়ে তোলেন আমাদের সঙ্গে থাকা নারী চরিত্ররা। বিভিন্ন রূপে তারা ঘরের লক্ষ্মী হয়ে ঘরের শ্রীবৃদ্ধি করেন। কখনও তারা বোন, কখনও তারা মা, কখনও তারা স্ত্রী। তাই এবার পুজোয় মায়ের এই বিশেষ মন্ত্র 'ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা। নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।' উচ্চারণের মধ্য দিয়ে আমাদের ঘরের লক্ষ্মীদের জন্য মায়ের কাছে অবশ্যই প্রার্থনা করুন। কারণ তাদের ছাড়া ঘর আর ঘর থাকেনা।