নিজস্ব সংবাদদাতা: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দরজায় কড়া নাড়ছে। মা আসছেন। মা যেমন বিভিন্ন রূপে দুর্গতি নাশ করেন, তেমনই বিভিন্ন রূপে নারীরাও সমাজের বিভিন্ন দুর্গতি নাশ করে থাকেন। যার মধ্যে অন্যতম হল চিকিৎসাব্যবস্থার সঙ্গে যুক্ত নারীরা। তারাই কখনও সেবিকা, কখনও নার্স আবার কখনও ডাক্তার রূপে আমাদের সেবা করে সুস্থ করে তোলেন। যমের পথে বাধা হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন মুমূর্ষু রোগীকে। তাই এবার মায়ের কাছে সেই নারীদের সুরক্ষার জন্য অবশ্যই প্রার্থনা করা উচিত আমাদের। অবশ্যই নারী চিকিৎসাকর্মীদের সঙ্গেই প্রার্থনা করা উচিত চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলের জন্য।