নিজস্ব সংবাদদাতা: মা আসছেন, প্রত্যেক মানুষের মনে এখন মায়ের আগমনের প্রফুল্লতা বিরাজ করছে। শিউলি ফুলের গন্ধে, কাশফুল ও সাদা মেঘের সৌন্দর্যের মধ্যে এখন শুধু অপেক্ষা ঢাকে কাঠি পড়ার। মাকে আমারা যেমন সম্মানের সঙ্গে মর্তে স্বাগত জানাই তেমনই প্রত্যেক নারীকেও সম্মান জানানো উচিত। প্রত্যেক দিন নারী নির্যাতনের বহু খবর সামনে আসে, আসছে। আর কত-শত নির্যাতন তো চোখের আড়ালেই হয়ে চলেছে। প্রত্যেক নারীর মধ্যেই দেবীর বাস, কথাটা অনেকের কাছে শুধু মৌখিক বাণী হয়ে রয়ে গিয়েছে। তাই এবার পুজোয় মায়ের সামনে দাঁড়িয়ে একটা শপথ নিন, কোনও নারীর অসম্মান করবেন না এবং হতেও দেবেন না। নারী পুরুষ সকলে মিলে এমন সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে যাতে গভীর রাতেও কোনও নারী একা রাস্তায় বেরোতে ভয় না পান।