এবার পুজোয় সরকারি অনুদান দিয়েই হবে মেয়েদের আত্মরক্ষা

মেয়েদের আত্মরক্ষার জন্য নয়া উদ্যোগ।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা: এবার পুজোয় আনন্দ, মজা নয়। এবারের দুর্গাপুজো একটু অন্য রকমের হতে চলেছে। রাজ্য সরকারের পুজোর অনুদানও কয়েকটি পুজো কমিটি গ্রহণ করতে অস্বীকার করেছে। তবে উল্লেখ্য যে, কিছু পুজো কমিটি এই অনুদান গ্রহণ করেছে। তেমনই একটি পুজো কমিটি হল পূর্ব কলকাতার ইস্ট বেলেঘাটা জনকল‌্যাণ সংঘ। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, এই পুজো কমিটি মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের অনুদান দিয়ে মেয়েদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, মেয়েদের আত্মরক্ষায় স্বাবলম্বী করতে পূর্ব কলকাতার ইস্ট বেলেঘাটা জনকল‌্যাণ সংঘের সদস‌্যরা এমনই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন।

ক‌্যারাটের সেই সমস্ত প‌্যাঁচ মেয়েদের এখানে শেখানো হবে যা তাদের ইভটিজারদের হাত থেকে নিজেদের সুরক্ষিত করবে। এমনকি মেয়েদের ক‌্যারাটের বিশেষ কলাকৌশলের প্রশিক্ষণ, নানচাকুর মতো যন্ত্রপাতিও দেওয়া হবে। 

প্রসঙ্গত, রাজ্য জুড়ে আজ আরজি করের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। শুধু তাইই নয়, মেয়েদের আত্মরক্ষার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।