"আপ শুধু রাজনীতিতে ক্ষমতার করার জন্য নয়, মানুষের সেবা করার জন্য এসেছে..." বললেন কেজরিওয়াল

পদ্ম-ঝড়ে কার্যত মুছে যাওয়ার পর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, আম-আদমি দলের প্রধান কেজরিওয়াল কি জানালেন? কেজরিওয়াল বললেন, জনতা জনার্দনের রায় মাথা নিচু করে মেনে নিচ্ছেন।

author-image
Jaita Chowdhury
New Update
new-delhi-aap-national-convenor-arvind-kejriwal-at-the-release-of-kejriwal-gua-

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পদ্মশিবিরের বিরাট ব্যবধানে জয়। ১৭ বছর পর দিল্লি বিধানসভা দখলের পথে বিজেপি। এই নির্বাচনে অপ্রত্যাশিত ভাবে নয়াদিল্লি আসনে হারলেন অরবিন্দ কেজরিওয়াল। পদ্ম-ঝড়ে কার্যত মুছে যাওয়ার পর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, আম-আদমি দলের প্রধান কেজরিওয়াল কি জানালেন? কেজরিওয়াল বললেন, জনতা জনার্দনের রায় মাথা নিচু করে মেনে নিচ্ছেন। তিনি আরও বলেন, "আপ শুধু রাজনীতিতে ক্ষমতার করার জন্য নয়, মানুষের সেবা করার জন্য এসেছে।"