নিজস্ব সংবাদদাতা: উমা কৈলাশে ফিরেছেন, এবার আসছেন শ্যামা। দূর্গাপুজোর পর হিন্দুদের সবচেয়ে বড় উৎসব কালীপুজো। মা তার ভুবন ভোলানো শ্যামা রূপে মর্তে আসেন সন্তানের কাছে। দূর্গাপুজোর ঠিক পরের অমাবস্যায় মা আসেন কালী রূপে। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মা-এর পুজোর আয়োজন করা হয়। এই অমবস্যা তিথিকে দীপান্বিতা অমাবস্যা তিথিও বলা হয়ে থাকে।
কালীপুজো উপলক্ষে ভক্তরা দিনভর উপবাসের পরে মা কালীর পুজো দেন। নিশুতে রাতে বিভিন্ন রীতি মেনে চলে মায়ের আরাধনা। এবছর কালীপুজো রয়েছে ৩১ অক্টোবর। ৩১ অক্টোবর দুপুর ৩ টে বেজে ৭ মিনিট ৪২ সেকেন্ড থেকে শুরু হবে অমাবস্যা তিথি। ১ নভেম্বর সন্ধ্যা ৫ টা বেজে ৮ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
তবে এই তিথি নিয়ে ভিন্নমতও রয়েছে। সেই মতে ৩১ অক্টোবর দুপুর ৩ টে বেজে ৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর দুপুর ১২ টা বেজে ৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর রাত ১১ টা বেজে ৪৮ মিনিট থেকে পরদিন ১ নভেম্বর দুপুর ১২ টা বেজে ৪৮ মিনিট পর্যন্ত।