নিজস্ব সংবাদদাতা: দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে দ্বীপ-উৎসব। আলোয় সেজে উঠেছে গোটা দেশ। মায়ের কালী রূপে আগমন হয়েছে মানুষ্য সমাজে। এই দ্বীপের উৎসবে এএনএম নিউজের পক্ষ থেকে সকল দর্শদের জন্য শুভেচ্ছা রইল।
/anm-bengali/media/media_files/2024/10/16/diwali-fgbfghy.webp)
এই উৎসব আপনাদের জীবন করে তুলুক আলোকিত, এই প্রার্থনা করছে এএনএম নিউজ। আনন্দে ও সাবধানে দ্বীপের উৎসবে মেতে উঠুন।