বিগ ব্রেকিং: অস্কার, এবার 'লাপাতা লেডিস'- এই মুহূর্তের বিশাল খবর

লাপাতা লেডিসকে নিয়ে এই মুহূর্তের বড় খবর।

author-image
Aniket
New Update
Laapataa Ladies

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতের জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে অন্যতম লাপাতা লেডিস। সিনেমাটি ওটিটিতে রিলিজ করার পর থেকেই ঝড় রয়েছে দর্শকের। এবার এই সিনেমার ভক্তদের জন্য পাওয়া গেল সুখবর। এবার জনপ্রিয় এই সিনেমা যাবে অস্কারে। 'লাপাতা লেডিস' হল ২০২৫ সালের সেরা বিদেশী চলচ্চিত্র বিভাগে অস্কারে ভারতের আনুষ্ঠানিক প্রবেশ।

laapataa ladies

উল্লেখ্য, এর ঠিক আগে ভারতের হয়ে অস্কার জয় করেছে জনপ্রিয় সিনেমা 'আরআরআর'। 'আরআরআর' সিনেমার "নাটু নাটু" ২০২৩ সালে ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতেছিল৷ এটি ছিল ভারতীয় চলচ্চিত্রের প্রথম গান যা এই পুরস্কার জিতেছে৷ এবার পুরস্কার জেতার লড়াইয়ে মাঠে নামছে 'লাপাতা লেডিস'। এই সিনেমার গল্প বউ হারানোকে কেন্দ্র করে হলেও। শেষে যেতে যেতে গল্প বুঝিয়ে দেয় এখানে নারী স্বাধীনতাকে গুরত্ব দেওয়া হয়েছে। এবং এক সদ্য বিবাহিত পুরুষের বউ এর খোঁজ যে কখন এক নারীর স্বাধীনতার খোঁজে ঘুরে যাবে তা আপনি বুঝতে পারবেন পরতে পরতে। সিনেমার ঠিক শেষে, ফুল তার স্বামীর সাথে পুনরায় মিলিত হয় এবং জয়া তার শিক্ষার স্বপ্ন অনুসরণ করতে মুক্ত হয় তার অত্যাচারী স্বামীর হাত থেকে। শেষ পর্যন্ত, উভয় মহিলাই তাদের নিজস্ব উপায়ে তাদের স্বাধীনতা খুঁজে পায়।