নিজস্ব সংবাদদাতাঃ ছোট থেকে বড় সবার আনন্দের উত্সব ক্রিসমাস। আর তাই ট্রি সাজানোর উৎসাহ ছোট, বড় সকলেরই থাকে। আসুন দেখে নেওয়া যাক কী ভাবে সাজাতে পারেন এ বছরের ক্রিসমাস ট্রি।
১। মনোক্রোম ডেকর- যদি ক্রিসমাস ট্রি সাজানোর মধ্যে দিয়ে নিজের রুচির পরিচয় দিতে চান, তা হলে সাজানোর কাজে কোনও একটা রঙের সামগ্রী ব্যবহার করুন। ঘরের দেওয়ালের সঙ্গে সামঞ্জস্য রেখে বেছে নিন ডেকরেশনের রং। এই ধরনের মনোক্রোম্যাটিক বা একরঙা ক্রিসমাস ট্রি সাজানোর মধ্যে রুপোলি, নীল, সোনালি অথবা লাল রং সবচেয়ে জনপ্রিয়। নিউ মার্কেট, গড়িয়াহাট মার্কেট অথবা যে কোনও মলের স্টেশনারি দোকান থেকে পছন্দের রঙের ডেকরেশনের জিনিস কিনে নিন। রাখতে পারেন রাংতার ছড়া, কাচের বল, ছোট ছোট উপহারের মতো দেখতে সজ্জা, আর সবচেয়ে আকর্ষক ক্রিসমাস ট্রি-র ওপর তারা।
২। অন্য রঙের ক্রিসমাস ট্রি- প্রতি বছর তো সেই একই সবুজ রঙের ক্রিসমাস ট্রি সাজান। এই বছর একটু অন্য রকম সাদা ক্রিসমাস ট্রি নিয়ে আসুন। সাদা গাছের সঙ্গে নীল অথবা রুপোলি ডেকরেশন ব্যবহার করুন। ইচ্ছা হলে দুটো রংই ব্যবহার করতে পারেন। যে কোনও দোকানেই পেয়ে যাবেন চকচকে রাংতার মালা। জড়িয়ে দিন গাছের ওপর। কিছুটা গোল করে জড়িয়ে রেখে দিন ক্রিসমাস ট্রি-এর নীচে। এতে আপনি ক্রিসমাস ট্রি-এর স্ট্যান্ড সহজেই ঢেকে ফেলতে পারেন। বাড়িতে নিশ্চয়ই অনেক আকারের খালি বাক্স রয়েছে। বিভিন্ন সাইজ আর শেপের কয়েকটা বাক্স বেছে নিন। বাজার থেকে কিনে আনুন চকচকে র্যাপিং পেপার। সুন্দর করে মুড়ে নিন। ইচ্ছা হলে মানানসই রিবন দিয়ে বেঁধে বো বানিয়ে নিন। ক্রিসমাস ট্রি-এর নীচে এই উপহারগুলো সাজিয়ে রাখুন। নিমেষে ঘর উজ্জ্বল দেখাবে।
৩। আলোর সাজ- ক্রিসমাস ট্রি এ ভাবে সাজাতে একঘেয়ে লাগছে? অন্য কিছু করতে চান? তাহলে লাগাতে পারেন টুনি বাল্ব-এর ছড়া। নানা রঙের অথবা এক রঙের আলো দিয়ে সাজিয়ে ফেলুন এ বারের ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি-এর পাশে পুরনো সুন্দর কাচের শিশির মধ্যে টুনি বাল্বের তার রাখতে পারেন। এক সঙ্গে যখন সব আলো জ্বলে উঠবে আপনার ক্রিসমাস ট্রি দেখতে লাগবে অনবদ্য।
৪। হ্যান্ডিক্রাফটস-এর সাজ - শীত কালে শহরে বিভিন্ন হস্তশিল্প মেলা চলে। যদি একদম অন্য ভাবে সাজিয়ে তুলতে চান, তা হলে ভারতের বিভিন্ন প্রদেশের নিদর্শন দিয়ে সাজিয়ে নিন আপনার ক্রিসমাস ট্রি। রাখতে পারেন বাংলার টেরাকোটা, কাশ্মীরের প্যাপিয়ার মাচে, রাজস্থানের জমকালো কাপড়ের হাতি, পাখি, উট ইত্যাদি। বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে কিনতে পারেন মাটির সজ্জা সামগ্রী।