রাত পেরলেই ভোট-উৎসব! ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা

পাঁচ রাজ্যে নির্বাচনের দিন এসেই গেল। প্রস্তুতি শুরু। বুথে বুথে ব্যস্ততা। ব্যস্ত ভোটকর্মীরা।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa

নিজস্ব সংবাদদাতা : রাত পেরলোই নির্বাচন। তার আগে বুথে বুথে চরম ব্যস্ততা। ভোট কর্মীরাও পৌঁছিয়েছেন। পৌঁছিয়েছে ইভিএম। ছত্তিশগড়েও আগামীকাল অনুষ্টিত হবে ভোট উৎসব। কংগ্রেস শাসিত রাজ্যে জোর কদমে প্রচার চালিয়েছে বিজেপিও। শেষ পর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কাঙ্কেরের জেলাশাসক প্রিয়াঙ্কা শুক্লা জানিয়েছেন, "নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।  আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকে সময়মতো পৌঁছায় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব যাতে লোকেরা আসে এবং নির্ভয়ে ভোট দেন। আমরা ওয়েবকাস্টিংও করছি, এবং মাইক্রোঅবজারভারও আছে। আমরা ভোটারদের সচেতনতামূলক প্রচারণা চালানোরও চেষ্টা করেছি।"