‘মহাদেবকেও ছাড়ল না’, কংগ্রেসকে ঝাঁঝালো আক্রমণ মোদীর

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় কংগ্রেস।

author-image
SWETA MITRA
New Update
modi durg.jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ে বিধানসভা ভোটের আবহে গিয়ে হাজির হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে গিয়ে নির্বাচনী (Chhattisgarh Election 2023) আবহাওয়া গরম করলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে আজ শনিবার কংগ্রেস সরকারকে ঝাঁঝালো আক্রমণ করলেন মোদী। মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারির অভিযোগে ছত্তিশগড়ের কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী। দুর্গে দাঁড়িয়ে তিনি বলেন,  ‘মহাদেবকেও ছাড়ল না ওরা।‘

 

তিনি বলেন, 'কংগ্রেস দিনরাত মোদীকে গালি গালাজ করছে। কিন্তু মুখ্যমন্ত্রী এখন দেশের তদন্তকারী সংস্থাগুলিকেও গালিগালাজ করতে শুরু করেছেন। কিন্তু আমি ছত্তিশগড়ের মানুষকে বলতে চাই যে মোদী গালিগালাজকে ভয় পান না। দুর্নীতিবাজদের মোকাবিলা করার জন্য আপনারা মোদীকে দিল্লিতে পাঠিয়েছেন।‘ দুর্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, "কংগ্রেস দলের ছত্তিশগড় সরকার আপনাকে লুট করার কোনও সুযোগ ছাড়ছে না। এমনকি তারা 'মহাদেব' নামটিও ছাড়েনি। দু'দিন আগে রায়পুরে বড় ধরনের অভিযান চালানো হয়। বিপুল পরিমাণ নোট পাওয়া গেছে। লোকেরা বলে যে অর্থ জুয়াড়িদের এবং বাজি রাখার মালিকানাধীন ... কংগ্রেস নেতারা এই লুটপাটের টাকা দিয়ে তাদের ঘর বাড়ি ভরাট করছেন। আপনি মিডিয়া রিপোর্টে দেখতে পারেন যে এর লিঙ্কগুলি কার কাছে ফিরে যায়। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর উচিত ছত্তিশগড়ের জনগণকে জানানো যে দুবাইয়ে বসে যারা এই কেলেঙ্কারিতে অভিযুক্ত তাদের সঙ্গে তাদের কী সম্পর্ক রয়েছে। টাকা বাজেয়াপ্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী বিস্মিত হয়ে মাঠে নেমেছেন। আমি শুনেছি যে স্থানীয় নেতারা আমাদের বার্তা দিচ্ছেন যে আমাদের নেতাদের উপর টাকা লাগানো হবে এবং পুলিশ পাঠানো হবে।“