সকাল ১১ টা পর্যন্ত কেমন ছিল ভোটের হার, দেখে নিন এক নজরে

ছত্রিশগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় আদিবাসীদের অস্তিত্বের প্রসঙ্গে বক্তব্য রেখেছেন।

author-image
Adrita
New Update
গ

নিজস্ব সংবাদদাতাঃ  ছত্রিশগড়ে প্রথম দফার ভোট শুরু হয়ে গেছে। ভারতের নির্বাচন কমিশন অনুসারে সকাল ১১ টা পর্যন্ত ছত্তিশগড়ে ২৯.৯৭ শতাংশ ভোটার রেকর্ড করা হয়েছে । 

hiren

সরকারী তথ্য অনুযায়ী, কাঙ্কেরে সর্বোচ্চ ৩৪.৬৫ শতাংশ, তারপরে কোন্ডাগাঁওয়ে ৩২.৫ শতাংশ, আন্তাগড়ে ২৮.৮৪ শতাংশ, মোহলা মানপুরে ২৭ শতাংশ, খয়রাগড়ে ২৩.২১ শতাংশ, কাওয়ার্হাতে ২৩.২১ শতাংশ, ২৫ শতাংশ, জগদলপুরে ১৮.৩৬ শতাংশ এবং বস্তারে ১৯.৯৭ শতাংশ ৷ বিজাপুরে সবচেয়ে কম ভোট পড়েছে ৯.১১ শতাংশ। 

hiring.jpg