যোগী আদিত্যনাথের নিশানায় কংগ্রেস

মধ্যপ্রদেশে প্রচারে এসে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর কংগ্রেসকে 'ঠগ' বলে অভিহিত করলেন।

author-image
Adrita
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ চলতি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে ছত্তিশগড়ের নির্বাচন। প্রচারে সেখানের সুকমা জেলায় গিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রচারে থেকে তিনি কংগ্রেসকে কটাক্ষ করেছেন। তিনি রাম মন্দিরের নির্মানের প্রসঙ্গ তুলেছেন।

hiren

তার কথায়, '' কংগ্রেস অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে চায়নি। কংগ্রেস চাইলে তারা এটি তৈরি করতে পারত। যেহেতু তাদের সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল। কিন্তু তারা তা নিয়ে বিতর্ক তৈরি করেছিল। রাম মন্দির বানাতে দেয়নি। তারা রামভক্তদের মারধর করত। তারা বলেছিল যে আমরা জানি না ভগবান রাম আছে কি নেই। '' 

hiring.jpg