নিজস্ব সংবাদদাতাঃ শিয়রে রাজ্যে ভোট, আর এই ভোটকে পাখির চোখ করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel) ইশতেহার প্রকাশ করলেন আজ রবিবার। ইশতেহার পেশ করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, “জাতিভিত্তিক আদমশুমারি করা হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অনগ্রসর শ্রেণি, সাধারণ শ্রেণি এবং সংখ্যালঘুদের জাতিভিত্তিক আদমশুমারি পরিচালিত হবে। এর ফলে এই শ্রেণীর অনগ্রসর জাতিগুলিকে কেবল রাজনৈতিক সুবিধাই দেওয়া হবে না, সরকার তাদের জন্য একটি বিশেষ নীতি প্রণয়ন করে তাদের সামাজিক ও অর্থনৈতিক সুবিধাও দেবে। জাতিভিত্তিক আদমশুমারি প্রয়োজন। "