নিজস্ব সংবাদদাতা : পাখির চোখ ছত্তিশগড়ে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে শাসক-বিরোধীর রাজনৈতিক লড়াই। এবার নাম না করে বিরোধী বিজেপিকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। বেকার ভাতার নামে এবার যুবকদের হয়রানির অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, যুবকদের কর্মসংস্থান পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে একটি প্রচার ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, ''আমরা শুধুমাত্র যুবকদের প্রতি মাসে ২৫০০ টাকা বেকার ভাতা দিইনি বরং ভাতা প্রাপ্ত যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানও দিয়েছি।''