ভারতের কাছে হেরে 'আজব অজুহাত' বাংলাদেশের!

ভারত এবং বাংলাদেশের মধ্যে হওয়া ৪২টি ম্যাচের মধ্যে ৩৩টি ম্যাচে জয়লাভ করেছে ভারত। ৮টিতে জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত ভাবে।

author-image
Jaita Chowdhury
New Update
hahK

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ভারতের বিরুদ্ধে ম্যাচে হেরে 'আজব অজুহাত' বাংলাদেশ ভক্তদের (India VS Bangladesh)! বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির (Champion's Trophy 2025) ম্যাচে ভারতীয় দল ৬ উইকেটে হারায় পদ্মাপাড়ের টাইগারদের। যদিও গোটা ম্যাচে নজর কেড়েছে তহিদ হৃদয় ও জাকির আলির লড়াকু ইনিংস। ২২৮ রানে শেষ হয় বাংলাদেশের ব্যাটিং। ভারতীয় দল রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারের উইকেট হারালেও শুভমন গিলের ইনিংসের ওপর ভর করে এদিনের ম্যাচ জয় করে ভারত। 

ম্যাচ হারের পর আজব যুক্তি বাংলাদেশ ভক্তদের ফেসবুক পোস্টে। আইসিসি ভারতের পক্ষে কাজ করে বলে মন্তব্য তাদের। তাদের দাবি, অক্ষর প্যাটেল নাকি চাকিং করেন। তবুও তাঁকে বারবার ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান নাকি চ্যাটিংয়ের অভিযোগে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাই কি ভারতের কাছে হারের পর এমন পোস্ট? 

indian cricket team

উল্লেখ্য, এখনও পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে হওয়া ৪২টি ম্যাচের মধ্যে ৩৩টি ম্যাচে জয়লাভ করেছে ভারত। ৮টিতে জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত ভাবে। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট,  ভারতীয় দল বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে। এছাড়াও দীর্ঘদিন বাংলাদেশ ওডিআই খেলছে না। খেলছে টি-টোয়েন্টি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কেন তারা বিপিএল খেলতে ব্যস্ত ছিল? প্রশ্ন বাংলাদেশ বোর্ডের কাছে।