নিজস্ব সংবাদদাতা: জোশ বেড়েছে মেন-ইন-ব্লু-এর। এবার আক্রমণাত্মক ভঙ্গিমা দেখা যাচ্ছে প্রত্যেকের হাবেভাবে। কুলদীপ যাদবের পর এবার মাঠে আগুন ধরালেন রবীন্দ্র জাদেজা। প্রথম রিভিউ নষ্ট হলেও দ্বিতীয় বলেই মাঠ থেকে ফেরালেন কিউয়ি ব্যাটার টম ল্যাথামকে।
/anm-bengali/media/media_files/2025/03/09/vaUYTDHqblNTW1yTDUn3.jpg)
২৩.২ ওভারে নিউজিল্যান্ড হারাল তাঁদের চতুর্থ উইকেটও। ৩০ বলে মাত্র ১৪ রান করেই মাঠ ছাড়তে হল তাঁকে। এই মুহুর্তে নিউজিল্যান্ডের স্কোর বোর্ড ৪ উইকেট হারিয়ে ৩২ ওভার শেষে ১৪৩ রান।