নিজস্ব সংবাদদাতা: ৪ উইকেট হারিয়েও লড়াই চালিয়ে যাচ্ছে কিউয়িরা। এক এক করে রান নিয়ে কার্যত হাফ সেঞ্চুরি করলেন ড্যারেল মিচেল। স্নায়ুর চাপ যেরকম কিউয়ি শিবিরে রয়েছে সেরকম মানসিক যুদ্ধ চলছে রোহিত শিবিরেও। তারই মধ্যে শেষ ২২ ওভারে যেরকম ২০০-র গণ্ডি ছাপিয়েছে নিউজিল্যান্ড, ঠিক সেরকমই ভারতও পকেটে পুরেছে আরও দুটি উইকেট।
যার মধ্যে পঞ্চম উইকেট পড়ে ৩৭.৫ ওভারে। বরুণ চক্রবর্তীর বলে ক্লিন বোল্ড হন গ্লেন ফিলিপস।
/anm-bengali/media/media_files/2025/03/09/uH6o8PIoqHirCE26GPw2.jpg)
এরপর ষষ্ঠ উইকেট পড়ল ৪৫.৪ ওভারে। মহম্মদ শামির বলে ক্যাচ আউট হলেন ড্যারেল মিচেল। এই মুহুর্তে নিউজিল্যান্ডের স্কোর বোর্ড ৬ উইকেট হারিয়ে ৪৬ ওভার শেষে ২১১ রান।
/anm-bengali/media/media_files/2025/03/09/eq3yudbF2ZknuUYIPjYx.jpg)