নিজস্ব সংবাদদাতা: চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মুখোমুখি লড়াই লড়ছে ভারত বনাম নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিং নিয়েছে। প্রথমে ভারতের অবস্থা খানিকটা ধরাশায়ী থাকলেও, সময় গড়িয়েছে যত ততোই ঘুরে দাঁড়িয়েছে ভারত। আর খেলার মোড় এবার ঘোরালেন স্পিনার কুলদীপ যাদব।
/anm-bengali/media/media_files/2025/03/09/7PVm3ez9s1UDjktrwwRt.jpg)
১০তম ওভারে নামলেন বল হাতে। আর নামতেই ক্লিন বোল্ড করলেন নিউজিল্যান্ডের ব্যাটস্ম্যান রাচিন রবীন্দ্রাকে। নিজের প্রথম ওভারের প্রথম বলেই ফেরালেন নিউজিল্যান্ডের ভরসা যোগ্য ব্যাটারকে। ২৯ বলে ৩৭ রান করে মাঠ ছাড়লেন রাচিন। এই মুহুর্তে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেট হারিয়ে ৬৯ রান।