নিজস্ব সংবাদদাতা: শুভমন গিলের আউট মন খারাপ করেছিল ভারতের। কিন্তু তার পরের বলই যেন সব কিছু এলোমেলো করে দিল গোটা দেশের কাছে। ক্রিজে এসে প্রথম বল খেলতে না খেলতেই আউট হলেন দলের অন্যতম ভরসা বিরাট কোহলি। কিছু বুঝে ওঠার আগেই LBW হয়ে গেলেন। মাইকেল ব্রাসওয়েল এই অসাধারণ আউটটি করেন। ১৯.১ ওভারেই কার্যত ফাইনাল থেকে বিদায় নিলেন বিরাট কোহলি।
/anm-bengali/media/media_files/ORNaEw9twRBrAZjpcvRJ.webp)