আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি আদৌ খেলছেন মহম্মদ শামি?

তাঁর কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের আশায় রয়েছে ভারতীয় দল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shami

File Picture

নিজস্ব সংবাদদাতা: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য তৈরি ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। গত রবিবার কটকের বারাবটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে এই খবর জানিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি জানিয়েছেন, শামি সম্পূর্ণ ফিট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে দেখা যাবে সগৌরবে।

যদিও ভারতীয় দল সূত্রে খবর, রবিবার শামির পরিবর্তে খেলার সুযোগ পান বাঁ হাতি পেসার আর্শদীপ সিং। তবে শামি রবিবার খেলার সুযোগ না পেলেও, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে থাকবেন তিনি।

shami

মূলত, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে ফেরেন শামি। সেই সিরিজে তিনি ২ ম্যাচ খেলে ১৬.৬৭ গড়ে ৩ উইকেট পান। এরপর নাগপুরে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও খেলেন শামি। সেই ম্যাচে এই পেসার ৮ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন। তাঁর কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের আশায় রয়েছে ভারতীয় দল। ফাইনালের মতই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জ্বলে উঠবেন মহম্মদ শামি, এমনটাই আশা রাখছে দল।

world cup 2023