ভারতের প্রথম উইকেট পতন, ক্রিজে ফিরলেন শুভমন

৫০ বলে ৩১ রান করে আউট হলেন শুভমন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GlmkG4hbEAAMgue

File Picture

নিজস্ব সংবাদদাতা: শুরুটা ভালো হয়েছিল তবে ১৮ ওভারে প্রথম ধাক্কা খেল ভারত। ১৮.৪ ওভারে ক্রিজে ফিরলেন ব্যাটসম্যান শুভমন গিল। ৫০ বলে ৩১ রান করে মিচেল স্যান্টনারের বলে আউট হলেন শুভমন। ব্যাট তুলে মারতে গিয়েই ক্যাচ আউট হলেন গিল। নিউজিল্যান্ড দলে ফিরল হাসি।

GlmrQNWbAAA5Fcc