চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এ ৪ সেমিফাইনালিস্ট কারা জানেন? বলে দিলেন শোয়েব

শোয়েবের মতে, এই দুই দল সেমিফাইনালে যাবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
champions trophy

File Picture

নিজস্ব সংবাদদাতা: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাত্র আর কয়েকদিন বাকি। প্রায় তিন দশক পর আইসিসির কোনও মার্কিন টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। টুর্নামেন্ট শুরুর আগে তাই পছন্দের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। আশ্চর্যজনকভাবে সেই তালিকায় নেই অস্ট্রেলিয়ার নাম। তার বদলে এমন একটি দলের নাম নিলেন, যা শুনে সবাই অবাক হয়ে যাবে। 

দুবাইয়ে এক আলোচনায় শোয়েব আখতার বলেছেন, 'আফগানিস্তান দল যদি পরিণতবোধ দেখায়, তাহলে ওরা সেমিফাইনালে উঠতে পারে। আমার বিশ্বাস, পাকিস্তান, ভারত, আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাবে’। 

shoaib

একই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান। শোয়েবের মতে, এই দুই দল সেমিফাইনালে যাবে। যার অর্থ, গ্রুপ থেকেই বিদায় নেবে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

অর্থাৎ, শেষ তিন দলের মধ্যে একটি দল বেছে নিতে পারেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তবে বাকি তিনটি দলের নাম তিনি বলে দিয়েছেন। যার মধ্যে রয়েছে, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান। আর তাঁর এই ভবিষ্যদ্বাণী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই উত্তেজনা বাড়িয়ে দিয়েছে অনেকটা।

417369-rohit-babar-toss-wc