লম্ফঝম্পই সার, ভারতের সামনে টিকতে পারল না বাংলাদেশ- লজ্জার হার

ভারতের সামনে টিকতে পারল না বাংলাদেশ।

author-image
Aniket
New Update
x

File Picture



নিজস্ব সংবাদদাতা: ভারতের বিরুদ্ধে ক্রমাগত বাংলাদেশের একাধিক মন্তব্য সামনে এসেছে গত কয়েকমাসে। বাংলাদেশের একাধিক নেতৃত্বের ভারত বিরোধিতার কড়া বক্তব্যের ভিডিও ঘুরে বেরিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে এবার সবকিছুর জবাব ক্রিকেটে দিল ভারত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে মাঠে নেমে লজ্জার হার হল বাংলাদেশের।

Bangladesh vs. India 2025 livestream: Watch ICC Champions Trophy for free |  Mashable

 ফলে কার্যত ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে প্র্যাকটিসে বাংলাদেশের লম্ফঝম্পই হল সার, ২২ গজের যুদ্ধে ভারতের সামনে মুখ থুবড়ে পড়তে হল বাংলাদেশকে। শুভমন গিলের সেঞ্চুরি (১০১ রান) এবং মহম্মদ শামির ফিফার (৫/৫৩) টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৬ উইকেটে পরাজিত করে ভারতের জয় নিশ্চিত করেছে। প্রথমে ব্যাট ধরে ৪৯ ওভার ৪ বলে বাংলাদেশ স্কোর করে ২২৮ রান। তবে পরে ব্যাট ধরে মাত্র ৪৬ ওভার ৩ বলেই ৪ উইকেট হারিয়ে ২৩১ রান করে বড় জয় পেয়েছে ভারত।