ফাটাফাটি খবর! চোখের নিমেষে ১ লাখ টাকা হয়ে গেলো ৪৬ লাখ

গত এক বছরে খনিজ স্টক হিসাবে মার্কারি মেটালস-এর নাম বেশ জনপ্রিয় হচ্ছে। দালাল স্ট্রিটের অন্যতম ভালো পেনি স্টক হয়ে উঠছে এটি।

author-image
Anusmita Bhattacharya
New Update
stock

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গত এক বছরে খনিজ স্টক হিসাবে মার্কারি মেটালস (Mercury Metals)-এর নাম বেশ জনপ্রিয় হচ্ছে। দালাল স্ট্রিটের অন্যতম ভালো পেনি স্টক (Multibagger Penny stock) হয়ে উঠছে এটি। BSE-র এই পেনি স্টক মাত্র ০.৯৩ টাকা থেকে বেড়ে ১৫.৬২ টাকায় পৌঁছেছে। অল্প সময়ের মধ্যেই এটি প্রায় ১,৬০০% রিটার্ন দিয়ে দিলো। কোনও বিনিয়োগকারী (Investment) ১ বছর আগে এই মাল্টিব্যাগার BSE স্টকে (BSE Stock) ১ লাখ টাকা বিনিয়োগ করলে তাঁর ১ লাখ টাকা বেড়ে ১৭ লাখ টাকা হতো। চার বছর আগে ১ লাখ টাকা বিনিয়োগ করলে তাঁর ১ লাখ বেড়ে আজ ৪৬ লাখ হতো।