আসন্ন বাজেটে কৃষি খাতে চরম প্রত্যাশা, জানালেন রাজ্যের কৃষিবিদ

লোকসভা ভোটের আগে বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে মন্তব্য করেছেন রাজ্যের কৃষিবিদ নানক চাঁদ।

author-image
Probha Rani Das
New Update
1ananak chad.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রত্যাশা সম্পর্কে হিমাচলপ্রদেশের সিমলার স্থানীয় কৃষিবিদ নানক চাঁদ বলেছেন, “আমাদের অনেক প্রত্যাশা রয়েছে আমরা ক্ষুদ্র উৎপাদক বাজারে বিক্রি করার মতো উৎপাদিত ফসল খুবই কম। হাট-বাজারে যাওয়ার রাস্তা ঠিক নেই সারের দাম অনেক বেশি বাইরে থেকে আপেল আমদানি করা হয়। এটি আমাদের আপেলকে অবমূল্যায়ন করে আমরা আশা করি প্রধানমন্ত্রী মোদী আমাদের দাবি পূরণ করতে পারবেন।” 

স্ব

স

স