নিজস্ব সংবাদদাতাঃ সামনেই লোকসভা ভোট। আর লোকসভা ভোটের পরেই বাজেট পেশ করা হবে। আধুনিক জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ক্রমশ বেড়েই চলেছে। বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে টেলিকমের। ডিজিটাল পরিষেবা বিস্তারের অন্যতম খুঁটি হল এই পরিকাঠামো নির্মাতা সংস্থাগুলি। এই সংগঠনের বক্তব্য, দেশ জুড়ে মোট ৭,৭০ লক্ষ টেলিকম টাওয়ার রয়েছে। এই বিষয় নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে আবেদন করা হয়েছে। আসন্ন বাজেটে কর কাঠামোয় সংস্কারের পদক্ষেপের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডর্স অ্যাসোসিয়েশন।