নিজস্ব সংবাদদাতা: বিহারের জন্য এবারের বাজেটে বিশেষ নজর দিয়েছে মোদী সরকার। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেত্রী রাবড়ি দেবী এই নিয়ে মুখ খুললেন।
/anm-bengali/media/post_attachments/232e7a2054e7b22d274ec886d0ab9f81630c8bfd305707860d32d13ca0040f75.jpg)
রাবড়ি দেবী বলেন, "রাজ্যে খুন ও চুরির ঘটনা ঘটছে। শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছে না। যুবকরা কর্মসংস্থান পাচ্ছে না এবং কৃষকের সমস্যা অব্যাহত রয়েছে... বিহারের জন্য বরাদ্দ করা ২৬০০০ কোটি টাকা একটি ঝুনঝুনা"।