নিজস্ব সংবাদদাতা: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় ২০২৪-২৫- এর বাজেট পেশ করছেন। এখানেই অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন নিয়ে তিনি মুখ খুললেন।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "আমাদের সরকার অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনে প্রতিশ্রুতি পূরণের প্রচেষ্টা চালিয়েছে। রাজ্যের পুঁজির প্রয়োজনীয়তা স্বীকার করে আমরা বহুপাক্ষিক সংস্থার মাধ্যমে বিশেষ আর্থিক সহায়তার সুবিধা দেব। বর্তমান অর্থবছরে, ভবিষ্যতের বছরগুলিতে অতিরিক্ত পরিমাণে ১৫,০০০ কোটি টাকার ব্যবস্থা করা হবে"। অর্থমন্ত্রী বলেন, "আমাদের সরকার পোলাভারম সেচ প্রকল্পের প্রাথমিক সমাপ্তি এবং অর্থায়নের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ যা অন্ধ্রপ্রদেশ এবং এর কৃষকদের জন্য জীবনরেখা"।