বুদ্ধ পূর্ণিমা : জেনে নিন দিনটির তাৎপর্য

বুদ্ধ পূর্ণিমায় কপিলাবস্তুর কাছে লুম্বিনীতে রাজা শুদ্ধধন ও রানি মায়াদেবীর কোলে জন্ম নেন সিদ্ধার্থ। পরবর্তীতে নির্বাণলাভের উদ্দেশ্যে লুম্বিনী নগরী ত্যাগ করেন তিনি। সেই দিনটিও ছিল বুদ্ধ পূর্ণিমার দিন।

author-image
Pallabi Sanyal
New Update
budha purnima

বুদ্ধ পূর্ণিমা

নিজস্ব সংবাদদাতা : বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন  গৌতম বুদ্ধ দিনটি বুদ্ধ জয়ন্তী হিসেবেই পরিচিত।   বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের কাছে একটি বিশেষ দিন এটি।  বৈদিক সাহিত্য মতে ভগবান বুদ্ধ বিষ্ণুর আরেকটি অবতারও।  ফলে হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও দিনটি অধিক গুরুত্বপূর্ণ। 
বুদ্ধ পূর্ণিমায় কপিলাবস্তুর কাছে লুম্বিনীতে রাজা শুদ্ধধন ও রানি মায়াদেবীর কোলে জন্ম নেন সিদ্ধার্থ। পরবর্তীতে  নির্বাণলাভের উদ্দেশ্যে লুম্বিনী নগরী ত্যাগ করেন তিনি। সেই দিনটিও ছিল বুদ্ধ পূর্ণিমার দিন।  বুদ্ধদেবের জন্ম তিথি উপলক্ষ্যে বুদ্ধ পূর্ণিমায় মেলা বসে বৌদ্ধবিহারে।  পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সমবেত প্রার্থনার মতো অনুষ্ঠান হয় বৌদ্ধ বিহারগুলিতে।


ad.jpg