বুদ্ধ পূর্ণিমা : বোধি বৃক্ষের উপাসনায় পালিত হয় গৌতম বুদ্ধের জন্ম তিথি

বৌদ্ধ ধর্মের মানুষরা নানা কর্মের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা দিনটি পালন করে থাকেন।বাড়ির প্রবেশ পথে হলুদ-রোলি-গঙ্গাজল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়। বৌদ্ধধর্মের অনেকেই বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধ গয়াতে যান। বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করা হয়।

author-image
Pallabi Sanyal
New Update
bodhi tree

গৌতম বুদ্ধ-বোধি গাছ

নিজস্ব সংবাদদাতা : গৌতম বুদ্ধের জন্ম তিথি হল বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের মানুষরা নানা কর্মের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকেন। বুদ্ধ পূর্ণিমার ভোরে উঠে পবিত্র স্নান সেরে দিনের শুরু করেন গৌতম বুদ্ধের ভক্তরা। ঘর পরিষ্কার করা ছাড়াও চারিপাশে ছেঁটানো হয়ে থাকে গঙ্গার জল। ফুল ও পাতা দিয়ে সাজানো হয় ঘর-বাড়ি। এমনকি, বাড়ির প্রবেশ পথে হলুদ -গঙ্গাজল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়। বৌদ্ধধর্মের অনেকেই বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধ গয়াতে যান। বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করা হয়। বোধি গাছের উপাসনা করা হয়। রঙিন ফুলের মালা বাঁধা হয় গাছে ।