নিজস্ব সংবাদদাতাঃ আজ বিকেলে ঢাকা ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মাদ ইউনুস।তাঁর নেতৃত্বেই আজ শপথ নেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জ্বলছে অশান্তির আগুন।
সুতরাংমুহাম্মাদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার কীভাবে দেশকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসে, সেটাই দেখার বিষয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের আগেই জনগণের উদ্দেশে বার্তা দিলেন মুহাম্মাদ ইউনুস। প্রতিবেশী দেশ ভারতকে উদ্দেশ্য করেও বক্তব্য পেশ করেছেন তিনি৷
তিনি বলেছেন, “দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হলদেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। কারণ বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসলে, তা শুধু দেশের জন্যই ক্ষতিকর নয়, এর প্রভাব প্রতিবেশি দেশগুলির উপরেও পড়বে। পরিস্থিতি আরও বিপজ্জনকও হতে পারে।”
তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশে সহিংসতা এবং অস্থিরতা বজায় থাকলে পশ্চিমবঙ্গ, ভারতের উত্তর–পূর্বের রাজ্যগুলি এবং মায়ানমারেবিশেষ প্রভাব পড়বে।