মাঝরাতে পুলিশের 'গুন্ডাগিরি'! পদক ফেরানোর হুঁশিয়ারি কুস্তীগিরদের

কুস্তীগিরদের অভিযোগ, পুলিশ খাটিয়া নিয়ে আসতে বাধা দেয়। শুধু তাই নয়, কুস্তিগীরদের মারধর করে পুলিশ। মহিলা কুস্তিগীরদের গালিগালাজও করা হয় বলে অভিযোগ।

author-image
SWETA MITRA
New Update
bajrang.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি পুলিশের (Delhi Police) বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। যৌন হয়রানির অভিযোগ তুলে লাগাতার কয়েকদিন ধরে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করছেন কুস্তীগিররা (Wrestlers protest)। এদিকে বুধবার মাঝরাতে পুলিশের বিরুদ্ধেই 'গুন্ডাগিরি'র অভিযোগ তুললেন কুস্তীগিররা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় কুস্তীগিরদের বলে শোনা যায়। কুস্তীগিরদের অভিযোগ যে, মত্ত অবস্থায় পুলিশকর্মীরা তাঁদের মারধর করেছেন।  এবার এই নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন পদকজয়ী কুস্তীগিররা। পদকজয়ী বিখ্যাত কুস্তীগির বজরং পুনিয়া আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে বলেন, 'যদি কুস্তিগীরদের সঙ্গে এমন আচরণ করা হয়, তাহলে পদক নিয়ে আমরা কী করব? বরং আমরা স্বাভাবিক জীবনযাপন করব এবং সমস্ত পদক , পুরষ্কার ভারত সরকারকে ফিরিয়ে দেব।' দেখুন ভিডিও...