লাগাতার ভূমিধস! শুরু হল মেরামতের কাজ

লাগাতার বৃষ্টির জেরে জম্মু এবং কাশ্মীরে বহু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে বিচ্ছিন্ন হয়ে পড়ে একাধিক এলাকা। ইতিমধ্যেই কাশ্মীরকে লাদাখের সাথে সংযুক্তকারী জোজিলা টানেলের পশ্চিম পোর্টালে পুরোদমে কাজ চলছে।

author-image
New Update
tunnel

নিজস্ব সংবাদদাতা: লাগাতার বৃষ্টির জেরে জম্মু এবং কাশ্মীরে (Jammu & Kashmir)  বহু এলাকায় ভূমিধসের (Land Slide) ঘটনা ঘটে।  এই ঘটনার জেরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে  একাধিক এলাকা। ইতিমধ্যেই কাশ্মীরকে লাদাখের সাথে সংযুক্তকারী জোজিলা টানেলের পশ্চিম পোর্টালে পুরোদমে কাজ চলছে। সুড়ঙ্গটি হিমালয়ের জোজি লা পাসের নিচ দিয়ে কাশ্মীরের গান্দেরবাল এবং লাদাখের কার্গিল জেলার দ্রাস শহরের মধ্য দিয়ে যায়। বর্তমানে ১৩.১৪ কিলোমিটারের মধ্যে ৫.৮৩  কিলোমিটার সুড়ঙ্গ খনন সম্পন্ন হয়েছে।