নিজস্ব সংবাদদাতা: দিল্লির রাজ্যসভার আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্থা করার অভিযোগ উঠেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। জানা গেছে, নির্যাতিতা নিজে এই বিষয় সম্পর্কে জানাতে দিল্লি পুলিশকে ফোনও করেছিলেন।
বর্তমানে এই বিষয় নিয়ে উত্তাল রাজনৈতিক শিবির। একাধিক নির্বাচনী সভায় বিজেপির তরফে এই প্রসঙ্গে কেজরিওয়ালকে কটাক্ষ করা হলেও, মুখ্যমন্ত্রীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই মুহূর্তে, আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্থা করার প্রতিবাদে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির মহিলা কর্মীরা।