নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচনকে ঘিরে সরগরম গোটা দেশে। এই নিয়ে দেশের রাজনৈতিক মহলে প্রস্তুতি চলছে জোরকদমে। লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেছে বিভিন্ন রাজনীতিবিদ। কিন্তু তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী।
প্রসঙ্গত, লোকসভা ভোটের শুরুর দিকেই প্রশান্ত কিশোর বলেছেন, NDA সরকার কখনই ৪০০ আসন পার করতে পারবে না। তিনি এও বলেছেন বিজেপি পশ্চিমবঙ্গে এবার ভাল ফলাফল করবে। সম্প্রতি, তিনি এও বলেছেন, “ভোটের পর NDA সরকার ভাল পরিস্থিতিতে থাকবে।”
তিনি আরও বলেছেন, “কেন্দ্র থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হলে ভারতের উত্তর ও পশ্চিমে বিজেপিকে ১০০ টি আসনে হারাতে হবে। আর পূর্ব ও দক্ষিণ ভারতে তাদের কোনও আসন পেতে দেওয়া যাবে না।”
প্রশান্ত কিশোর জানিয়েছেন, সম্পূর্ণ বিষয়টি অনুমানের ওপরে ভিত্তি করে। কে কত আসনে জিতবে তা বলা সহজ না। NDA সরকারের আসন কমবে না। তবে বিজেপিকে হারাতে উত্তর ও পশ্চিম ভারতে অন্তত ১০০টি আসনে বিরোধীদের জিততে হবে। অন্যদিকে পূর্ব ও দক্ষিণ ভারতে ২৪০ টি আসনের মধ্যে বিজেপির ৫০ টির কম আসন রয়েছে। বিজেপিকে ক্ষমতা থেকে সরাাতে তাদের ৫০টি আসনেই আটকে রাখতে হবে।