নিজস্ব সংবাদদাতাঃ গতকাল বুধবার ছত্তিশগড়ের (Chattisgarh) দান্তেওয়াড়ায় আইইডি দিয়ে পুলিশের একটি গাড়ি উড়িয়ে দেয় নকশালরা। এদিকে এই আইইডির (IED Blast) বিস্ফোরণের জেরে ১০ জন পুলিশ কর্মী ও ১ জন গাড়ির চালক শহীদ হন। এবার এই হামলায় প্রাণ হারানো বেসামরিক গাড়ির চালক গনিরাম যাদবের স্ত্রী মঙ্গল দাই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন। তিনি জানান, 'নকশাল হামলায় আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি এখন কীভাবে আমার সন্তানদের একা বড় করব?'
প্রসঙ্গত, ২৬ এপ্রিলের হামলাকে গত দু'বছরের মধ্যে নকশাল অধ্যুষিত ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে বড় মাওবাদী হামলা বলে বর্ণনা করা হচ্ছে। রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে এই বিস্ফোরণ ঘটে। দক্ষিণ ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের জঙ্গল তিরাহায় অবস্থিত দরভা বিভাগে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা কর্মীরা দান্তেওয়াড়া জেলা সদর ছেড়ে চলে যান।
সূত্রের খবর, আরানপুর এলাকায় উপস্থিত শীর্ষ মাওবাদী নেতাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানোর জন্য ওই পুলিশ কর্মীদের পাঠানো হয়েছিল। দুপুর ১টা নাগাদ পুলিশ কর্মীরা তাদের ঘাঁটিতে ফিরে যাওয়ার জন্য একটি প্রাইভেট গাড়ি থামিয়ে দেয়। গাড়িটি পালনার এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নকশালরা একটি আইইডি বিস্ফোরণ ঘটায়। মুহূর্তে কেঁপে ওঠে গোটা এলাকা। শুধু তাই নয়, এহেন বড়সড় হামলার কারণে ধসে গিয়েছে রাস্তাও।
সূত্রের খবর, নকশালরা হামলার জন্য প্রায় ৫০ কেজি আইইডির ব্যবহার করেছে। হামলাটি এতটাই বিপজ্জনক ছিল রাস্তাটির গর্ত প্রায় ৫ ফুট হয়ে গেছে। এমনকি হামলায় গাড়িটিও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে নকশালবাদ বন্ধের কথা বলেন। তিনি বলেন, "নকশালদের কোনও মূল্যে ছাড় দেওয়া হবে না। আমরা পরিকল্পিতভাবে নকশালবাদ নির্মূল করব। এর আগেও বহুবার হামলা চালিয়েছে নকশালরা।"