নিজস্ব সংবাদদাতা: কোটি কোটি টাকার ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নুসরত জাহানকে তলব করেছিল ইডি। নথি হাতে সিজিও কমপ্লেক্সে অর্থাৎ ইডির দফতরে আজ সময়ের আগেই হাজির হয়ে যান অভিনেত্রী এবং বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি তৈরি করেছে প্রশ্নমালা। আর্থিক লেনদেনের তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে বলে জানা গেছে।
বিনিয়োগকারীদের টাকা কাদের কাছে পৌঁছেছিল?
কেন নুসরতকে সংস্থার ডিরেক্টর করা হয়েছিল?
সংস্থার দৈনন্দিন কাজে নুসরতের ভূমিকা কী ছিল?
ডিরেক্টর পদে থাকাকালীন সংস্থার থেকে কত টাকার লেনদেন হয়?
সংস্থার থেকে কেন ঋণ নিয়েছিলেন নুসরত?
ঋণ শোধ করে থাকলে কীভাবে করেছেন?