নিজস্ব সংবাদদাতা: জুন মাসে ইডি তলব করলেও হাজিরা দিতে যাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দ্বিতীয়বার তলব করার পর প্রথম হাজিরা দিতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে সময়ে তাঁকে ডাকা হয়েছিল ঠিক সেই সময়ের মধ্যেই হাজিরা দিতে গেলেন তিনি সিজিও কমপ্লেক্সে। ঠিক কী কী প্রশ্ন করা হবে তাঁকে? জানা গেছে যে সুজয়কৃষ্ণ ভদ্র এবং তাপস মণ্ডলের বয়ানের ভিত্তিতে প্রশ্নমালা তৈরি করেছে ইডি।
লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার সঙ্গে বর্তমানে অভিষেকের কী সম্পর্ক তা নিয়ে প্রশ্ন করা হতে পারে। এর আগে প্রেস বিজ্ঞপ্তিতে এই সংস্থার সিইও হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তুলেছিল ইডি।
'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণকে কীভাবে চিনতেন অভিষেক তা নিয়ে প্রশ্ন করা হতে পারে। অভিষেকের বার্তা সুজয়কৃষ্ণ পৌঁছে দিতেন মানিক ভট্টাচার্যের কাছে, দাবি করেন তাপস মণ্ডল।
কুন্তল ঘোষের চিঠি নিয়ে প্রশ্ন করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
অর্থাৎ 'কালীঘাটের কাকু', কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলকে নিয়ে প্রশ্ন তৈরি করার সম্ভাবনা রয়েছে ইডির।