কী ঘটেছিল অভিশপ্ত রাতে? নিউটাউন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী। কী ঘটেছিল বৃহস্পতিবারের অভিশপ্ত রাতে? ধৃত টোটোচালক তাঁর স্ত্রীর কাছে খুঁটিনাটি বিবরণ দিয়েছিল। হাড়হিম করা সেই বিবরণ শোনালেন ধৃতের স্ত্রী।

author-image
Jaita Chowdhury
New Update
448-252-22034562-thumbnail-16x9-rape-aspera

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: অষ্টম শ্রেণির ছাত্রীর ধর্ষণ-খুনের বীভৎস ঘটনা প্রশ্ন তুলে নিউটাউন (Newtown) অঞ্চলের নিরাপত্তা নিয়ে। ঘটনাস্থল থেকে নিউটাউন থানা তিন কিলোমিটারের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় না আছে আলো, না আছে পুলিশি নজরদারি। প্রতিদিন যে মেয়েরা নিউটাউন কিংবা তার আশেপাশে চাকরি করতে আসেন।  পেশাগত তাগিদে রাত করে ফেরেন এই ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী। 

কী ঘটেছিল বৃহস্পতিবারের অভিশপ্ত রাতে? ধৃত টোটোচালক তাঁর স্ত্রীর কাছে খুঁটিনাটি বিবরণ দিয়েছিল। হাড়হিম করা সেই বিবরণ শোনালেন ধৃতের স্ত্রী। জানালেন, তাঁর স্বামী নিজেই স্বীকার করেছেন ঘটনার কথা। টোটোর ব্রেকের স্প্রিং দিয়ে, গলা পেঁচিয়ে খুন করা হয়েছিল ক্লাস এইটের ওই ছাত্রীকে। তারপর ধর্ষণ। ধৃত টোটোচালক আগেও একবার জেল খেটেছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।