নিজস্ব সংবাদদাতা: আরজি করের ডাক্তার ধর্ষণ ও খুন মামলায় (RG Kar Case) দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় (Sanjay Roy)। ২০ জানুয়ারি আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় সাজা ঘোষণা। ইতিমধ্যেই এজলাসে প্রবেশ করেছেন অনির্বাণ দাস। সঞ্জয় কাঠগড়ায়। বিচারক বলেন, সঞ্জয়ের বিরুদ্ধে খুন ও ধর্ষণ প্রমাণিত। প্রথম পর্যায়ে আত্মপক্ষ সমর্থনে সঞ্জয়কে বলতে বলা হয়।
শেষ মুহূর্তে বিচারককে কি বললেন সঞ্জয়? এদিন আদালতে হাজির হলেন সঞ্জয়। বিচারক অনির্বাণ দাসকে বললেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁকে কিছু বলতে দেওয়া হয়নি। সঞ্জয়কে ফাঁসানো হয়েছে। অভিযোগ, সঞ্জয়ের উপর অত্যাচার হয়েছে। তাঁর দাবি, যে যা ইচ্ছে করিয়েছে তাঁকে দিয়ে। অভিযুক্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চাইল সিবিআই।