নিজস্ব সংবাদদাতা: সোমবার ফের ঝড় শুরু হল পশ্চিমবঙ্গের পূর্ব-বর্ধমানের কালনায়। বিকেল ৪ টের পর থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যেতে শুরু করেছে। বর্তমানে বইছে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কালনায়। উল্লেখ্য, ইতিপূর্বে রবিবার সন্ধ্যার পর ঝোড়ো হওয়া ও বৃষ্টির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কালনার বাকি স্থানে বিদ্যুৎ পরিষেবা চালু হলেও কৃষ্ণদেবপুরের নিচু পালপাড়া ও তালপুকুর পাড়ায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে ২০ ঘন্টারও বেশি সময় ধরে। সোমবার রাত ১০ টার সময় বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করা হয়। তবে মঙ্গলবার ফের বিকেল থেকে ঝড় শুরু হওয়ায় দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কালনার কৃষ্ণদেবপুরের নিচু পালপাড়া ও তালপুকুর পাড়ার বাসিন্দারা।