বাংলায় ফের ভয়াবহ দুর্ঘটনা-গাড়ির ধাক্কায় নিহত ৬! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

পশ্চিমবঙ্গের ফাঁসিদোয়া ব্লকের বাগডোগরার কাছে মুনি বাগানে গাড়ির ধাক্কায় ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন।

author-image
Probha Rani Das
New Update
vbnbbn24.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও রাজ্যে ভয়াবহ দুর্ঘটনা। এবার পশ্চিমবঙ্গের ফাঁসিদোয়া ব্লকের বাগডোগরার কাছে মুনি বাগানে গাড়ির ধাক্কায় ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। তাঁরা পায়ে হেঁটে জঙ্গলী বাবা ভোলেনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। 

vbnbbn23.jpg