নিজস্ব সংবাদদাতাঃ আবারও রাজ্যে ভয়াবহ দুর্ঘটনা। এবার পশ্চিমবঙ্গের ফাঁসিদোয়া ব্লকের বাগডোগরার কাছে মুনি বাগানে গাড়ির ধাক্কায় ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। তাঁরা পায়ে হেঁটে জঙ্গলী বাবা ভোলেনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন।
#WATCH | West Bengal: Six people died, two others injured after they were hit by a car at Muni Bagan near Bagdogra in Phansidewa block. They were going to Junglee Baba Bholenath Temple on foot, to offer prayers. pic.twitter.com/PyZ8VZMp7u