The Kerala Story: মুখ্যমন্ত্রীর হয়ে ড্যামেজ কন্ট্রোল করলেন শশী পাঁজা!

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলিতে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) চালাতে হবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

author-image
SWETA MITRA
New Update
mamata shashi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলিতে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) চালাতে হবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি আজ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, "সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ দিয়েছে। এর পরে, মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেবেন তা তিনি বলবেন। কিন্তু তাঁর বক্তব্য ছিল যে কোনও সম্প্রদায়কে আঘাত করা উচিত নয়। যদি কোনও সিনেমার মাধ্যমে একটি বিশেষ সম্প্রদায় আঘাত অনুভব করে এবং প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে সেটা রাজ্যের আইনশৃঙ্খলার প্রতি মোটেই কাম্য নয়। যাতে কোনও হিংসার ঘটনা নতুন করে না ঘটে তার জন্যই এই সিনেমা পশ্চিমবঙ্গে ব্যান করেছিলেন মুখ্যমন্ত্রী।" দেখুন ভিডিও...