নিজস্ব সংবাদদাতাঃ গোটা বাংলাদেশ জুড়ে সহিংসতা এবং হত্যাকাণ্ড এখনও অব্যাহত। এই আইনশৃঙ্খলাহীন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। তারা প্রাণে বাঁচতে ছুটে আসছে ভারতের দিকে।
এমনই কিছুদৃশ্য ইতিমধ্যেইসোশ্যাল মিডিয়ায়ছড়িয়েপড়েছে। যেখানে দেখা যাচ্ছে ওপার বাংলার বহু মানুষ এপার বাংলায় ছুটে আসছে।তবেএই ভিডিও-র সত্যতাকতখানি তা বলা বাহুল্য।
জানা গিয়েছে, এই অস্থিরতার মধ্যে ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। ভারতের জলপাইগুড়ি জেলার কাছে একটি সীমান্তে জড়ো হয়েছিলেন প্রায় ৩০০ বাংলাদেশি।
West Bengal: Hindus in Bangladesh are attempting to seek refuge in India amid the turmoil. About 300 Bangladeshis gathered at a border point near India's Jalpaiguri district pic.twitter.com/IHFe2vu3UT