নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : দ্রুত গতিতে বাড়ছে তাপমাত্রা। সকাল ১০ টার পর থেকেই যেন গিলে খেতে আসছে রোদ। গরমে হাঁসফাঁস অবস্থা, বাইরে বেরোনো যাচ্ছে না। দ্রুত কাজ সেরে সকলে ঢুকে পড়ছেন বাড়িতে। কিন্তু এখানেই শেষ নয়। আরও ৩ দিন তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী প্রতিদিন গড়ে ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এবং সেই তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি। শুক্রবার মেদিনীপুর জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। তা বেড়ে ৪৮ ডিগ্রি পর্যন্তও হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। কোন কোন এলাকায় সব থেকে বেশি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে? আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, আমলাগোড়া, শালবনী, মেদিনীপুর, খড়্গপুর, ঘাটাল এবং গোয়ালতোড়ে তীব্র দাবদাহ দেখা দেবে। ঝাড়গ্রামের জামবনিতেও তীব্র দাবদাহ দেখা দেওয়ার সম্ভাবনা। চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত এটা চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এখনই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা কমবেশি ৪১ ডিগ্রি থেকে ৪৩ ডিগ্রির কাছাকাছি।