জাতীয় বনাম রাজ্য! দুই শিশু অধিকার সুরক্ষা কমিশনের ঠাণ্ডা লড়াই শুরু

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনকাণ্ডে সরব হয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। এদিকে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের বিরুদ্ধে সরব হল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।

author-image
SWETA MITRA
New Update
nc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনকাণ্ডে সরব হয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন ( NCPCR)। আজ রবিবার নির্যাতিতার বাড়িতে হাজির হয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সেন প্রিয়াঙ্ক কানুনগো। এদিকে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের বিরুদ্ধে সরব হল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন ( WBCPCR)। এদিন এক টুইট বার্তায় শিশু অধিকার সুরক্ষা কমিশন জানায়,  '১৪৪ ধারা লঙ্ঘন করে কালিয়াগঞ্জে গিয়েছে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের দল। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের এই ভূমিকা অত্যন্ত লজ্জাজনক। যেভাবে এনসিপিসিআরের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো রাজ্যের শিশু ও মহিলাদের সম্পর্কে মন্তব্য করছেন, তা দুর্ভাগ্যজনক। তথ্য যাচাই না করেই তিনি উস্কানিমূলক মন্তব্য করছেন তিনি। তাঁর এই ধরনের মন্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ক্ষতিকর হতে পারে। যাদের শিশুদের অধিকার রক্ষার কথা, তাঁরাই শিশুর মৃতদেহ নিয়ে রাজনীতি করছে। আইন ভেঙে রাজ্যের কমিশনকে অগ্রাহ্য করে রাজ্যকে বদনাম করার চেষ্টা হচ্ছে।'