নিজস্ব সংবাদদাতাঃ হঠাতই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (MK Stalin) সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন যে, 'পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালদের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের উদ্যোগের প্রতি সংহতি ও প্রশংসা জানাতে আমার সাথে ফোনে কথা বলেছেন। সেইসঙ্গে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার জন্য সমস্ত বিরোধী মুখ্যমন্ত্রীদের মিলিত হওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। মমতা জানিয়েছেন যে বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে আলোচনা প্রয়োজন।' বিশিষ্ট মহলের দাবি, লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে স্ট্র্যাটেজি ঠিক করতে মরিয়া বিরোধীরা।