নিজস্ব সংবাদদাতা: জাপানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিরোশিমায় জি-৭ বৈঠকে অংশ নিয়েছেন তিনি। এবার সেখানে তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন।
গত বছর শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এই দুই নেতার মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। জানা যাচ্ছে, যুদ্ধে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনকে সাহায্যের বার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে।